খোয়াইয়ের করঙ্গীছড়া এসবি সুকলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ খোয়াই মহকুমার করঙ্গী ছড়া সিনিয়র বেসিক সুকলে তালা ঝুলিয়ে দিলেন অবিভাবকরা৷ সংবাদ সূত্রে জানা গেছে শনিবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা ছিল৷ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন অভিভাবক বিদ্যালয় যান৷ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা বেলা সাড়ে দশটার মধ্যে সুকলে পৌঁছে গেলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আসেন বেলা সাড়ে বারোটায়৷ তাতে অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ সময় মত শিক্ষক-শিক্ষিকারা সুকলে না আসায় ক্ষুব্দ অভিভাবকরা সুকলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন৷ ঘটনার বিবরণে জানা যায় করুঙ্গী ছড়া সিনিয়র বেসিক সুকলের ছাত্র-ছাত্রীরা বেলা সাড়ে দশটার মধ্যে সুকলে পৌঁছে গেলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোন দিন বেলা সাড়ে বারোটার আগে সুকলে আসেন না৷ প্রতিদিন এই ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের এসব বিষয়ে জানাতো৷ অভিভাবকদের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছিল৷ শনিবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে৷ প্রচন্ড রোদের মধ্যে কোমলমতি ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়৷ ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাড়িয়ে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ে৷ কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শিক্ষকদের৷ স্বচক্ষে বিষয়টি প্রত্যক্ষ করার পর সুকল এর মূল ফটকে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হন৷ এ ব্যাপারে শিক্ষাদপর কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অভিভাবকদের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ অভিভাবকরা সুকলের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয় শিক্ষকরা রীতিমতো বিপাকে পড়েন৷ অবশেষে অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে তারা আপাতত রেহাই পেয়েছেন বলে জানা গেছে৷ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল পরিণতি খুবই খারাপ হবে বলে অভিভাবকরা শিক্ষকদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *