জাতীয় জুনিয়র হকি প্রতিযোগিতার জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু ২ মে থেকে

রাঁচি, ৩০ এপ্রিল (হি.স.) : দ্বাদশতম হকি ইন্ডিয়া জাতীয় জুনিয়র পুরুষদের হকি প্রতিযোগিতা ১৭ থেকে ২৮ মে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ঝাড়খণ্ড দলও। হকি ঝাড়খণ্ডের সহ-সভাপতি মনোজ কোনবেগির মতে, এই প্রতিযোগিতার জন্য ঝাড়খণ্ড দলের শিবিরে নির্বাচিত হকি খেলোয়াড়দের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

এই ক্যাম্পে মোট ২৭ জন খেলোয়াড়কে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প চলবে ১৪ মে পর্যন্ত। এর পরে ঝাড়খণ্ড দলের জন্য শেষ পর্যন্ত সেরা ১৮ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হবে। জাতীয় প্রতিযোগিতায় খেলবে এই দলটি। শিবিরে যোগদানের জন্য তালিকাভুক্ত সমস্ত খেলোয়াড় ২ মে সকাল সাড়ে পাঁচটায় অ্যাস্ট্রোটার্ফ হকি স্টেডিয়ামে আসবেন।