নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার বিভাজন প্রদান করে সংবিধান, তাই দায়িত্ব পালনের সময় সর্বদা ‘লক্ষ্মণ রেখা’-র প্রতি খেয়াল রাখা উচিত। বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সমস্ত মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে প্রধান বিচারপতি এন ভি রামানা বলেছেন, “আমাদের অবশ্যই ‘লক্ষ্মণ রেখা’ সম্পর্কে সচেতন হতে হবে, বিচার বিভাগ কখনই শাসনের পথে আসবে না, যদি তা আইন অনুসারে হয়। যদি পৌরসভা, গ্রাম পঞ্চায়েতগুলি দায়িত্ব পালন করে, যদি পুলিশ সঠিকভাবে তদন্ত করে এবং বেআইনি হেফাজতে নির্যাতনের অবসান হয়, তাহলে মানুষকে আদালতের দিকে তাকাতেই হবে না।”
প্রধান বিচারপতি এদিন আরও বলেছেন, “সংশ্লিষ্ট ব্যক্তিদের চাহিদা ও আশা-আকাঙ্খাকে বিতর্ক ও আলোচনার পর আইন প্রণয়ন করতে হবে। প্রায়শই নির্বাহীদের অ-কর্মক্ষমতা এবং আইনসভার নিষ্ক্রিয়তার কারণে মামলা হয় যা এড়ানো সম্ভব।” জনস্বার্থ আইন প্রসঙ্গে প্রধান বিচারপতি এন ভি রামানা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “জনস্বার্থ মামলার প্রকৃত উদ্দেশের অপব্যবহার করা হয়, এটি ‘ব্যক্তিগত স্বার্থ মোকদ্দমা’-তে পরিণত হয়েছে। জনস্বার্থ মামলা রাজনৈতিক এবং কর্পোরেট প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে স্কোর নিষ্পত্তি করার একটি হাতিয়ার হয়ে উঠেছে।”