মুম্বই, ২৯ এপ্রিল (হি. স.) : গত কয়েকদিন ধরে দালাল স্ট্রিটে ছিল দোলাচল। শুক্রবার বাজার খোলার পর থেকে কিছুটা ঊর্ধ্বমুখী সূচক । যার ফলে স্বস্তিতে বিনিয়োগাকারীরা। শুক্রবার বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ২৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭, ৮১৭.৫১ পয়েন্ট। সূচক বেড়েছে নিফটিরও। নিফটির সূচক ৯৯.৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭, ৩৪৪. ৩৫ পয়েন্টে।
এদিন বাজার খোলার সময় যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে, তার মধ্য রয়েছে সান ফার্মা, টাটা স্টিল, ড. রেড্ডি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই। সামান্য হলেও দাম কমেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভা লিমিটেড, নেসলে।