Raj Thackeray: মহারাষ্ট্রে কোনও যোগী নেই, আছে শুধুই ভোগী : রাজ ঠাকরে

মুম্বই, ২৮ এপ্রিল (হি. স.): উত্তর প্রদেশে মন্দির ও মসজিদ-সহ বিভিন্ন ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে লাউডস্পিকার। উত্তর প্রদেশ সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। একইসঙ্গে আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, মহারাষ্ট্রে এমন কোনও যোগী নেই। আছে শুধুই ভোগী।

রাজ ঠাকরে এদিন নিজের একটি বিবৃতি টুইট করে, তাতে জানান, “ধর্মীয়স্থান বিশেষ করে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর যোগী সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত মহারাষ্ট্রে আমাদের কাছে কোনও যোগী নেই; আমাদের কাছে যা আছে তা শুধু ভোগী।” রাজ ঠাকরে আরও জানান, সৎ বুদ্ধি উদয় হোক এটাই কামনা করছি।