PM Narendra Modi : সহস্র শিল্পীর সমবেত বিহু নৃত্য দেখে মন্ত্রমুগ্ধ প্রধানমন্ত্রী

ডিব্ৰুগড় (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : বিহু নৃত্য উপভোগ করে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উজান অসমের ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন করে খানিকর ময়দানে জনসমাবেশে আসেন প্রধানমন্ত্রী। এখানে সহস্র শিল্পী পরিবেশিত সমবেত বিহুনৃত্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সংগীতের সঙ্গে সহস্র শিল্পীর সমবেত বিহুনৃত্য দেখে আপ্লুত প্ৰধানমন্ত্ৰী হাতে তালি দিয়ে সংগত দিয়েছেন মঞ্চ থেকে। সেই সঙ্গে মঞ্চে বিহুর সঙ্গে কোমর দুলিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও। ছিলেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামেশ্বর তেলি, বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সাংসদ (রাজ্যসভা) রঞ্জন গগৈ প্রমুখ।

আসাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতালের পাশাপাশি বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে সঙ্গে নিয়ে ওই মঞ্চ থেকে অসমে বিভিন্ন জেলায় নবনির্মিত আরও ছয়টি ক্যানসার হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে সাতটি নতুন ক্যানসার হাসপাতালের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বিহু নৃত্য পরিবেশনকারী যুবতী, মা ও বোনদের উদ্দেশ্য করে কৃতজ্ঞতা জানিয়েছেন। অসমিয়া বিহুনৃত্যকে উন্নত সংস্কৃতি বলেও তার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *