আগরতলা, ২৮ এপ্রিল : সরকারি কর্মচারীদের দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে সরব হলেন খোদ প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী ভগবান দাস। দায়িত্বজ্ঞানহীন আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার আর.কে নগর গবাদি পশুর খামার পরিদর্শনে যান মন্ত্রী ভগবান দাস। বিনা নোটিশে তাঁর ঝটিকা সফরে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, বেলা বারোটা বাজলেও দপ্তরের অনেক উচ্চপদস্থ আধিকারিক তখনো অনুপস্থিত ছিলেন। এছাড়াও শ্রমিকদের ক্ষেত্রেও অনিয়ম তাঁর চোখে পড়েছে।তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যখন বারবার দেশের বাণিজ্যিক পরিকাঠামোকে উন্নত করার চেষ্টা করছেন ঠিক তখনই একাংশ কর্মচারীদের গাফিলতিতে সরকারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর দাবি, রাজ্যে বর্তমানে উন্নয়নের সরকার ক্ষমতায় রয়েছে। আর যারা এই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এ ধরনের ঝটিকা সফর আগামী দিনেও জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।