তেলিয়ামুড়া, ২৮ এপ্রিল : তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় ড্রাগস সহ নয় জনকে আটক করেছে পুলিশ। ধৃত ৯ জনকে বৃহস্পতিবার খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, তেলিয়ামুড়া আশপাশ এলাকায় ড্রাগস কারবারি এবং ড্রাগ সেবনকারীদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ভয়ঙ্কর ড্রাগস এর নেশায় যুবসমাজ নিমজ্জিত। এই ভয়ঙ্কর প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত। এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। ড্রাগসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সাধারন জনগনর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। উল্লেখ্য প্রায়সই তেলিয়ামুড়া চাকমাঘাট সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে একই কায়দায় ড্রাগস সেবনকারী এবং ড্রাগস ব্যবসায়ীরা ঘোরাফেরা করছে।