ভূপাল, ২৮ এপ্রিল (হি.স.) : ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। বৃহস্পতিবার দলকে তিনি ইস্তফাপত্র পাঠান। হাইকম্যান্ড তাঁর ইস্তফা গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। কমল নাথের জায়গায় মধ্যপ্রদেশের কংগ্রেস পরিষদীয় দলের নতুন নেতা হচ্ছেন গোবিন্দ সিং। কমল নাথ এখন শুধু প্রদেশ কংগ্রেস সভাপতি পদেই থাকবেন।
কমল নাথ মধ্যপ্রদেশ বিধানসভার সাতবারের বিধায়ক। তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন। পরে রাজ্যের মুখ্যমন্ত্রীও হন। কিন্তু এক ঝাঁক কংগ্রেস বিধায়ক দল ছাড়ায় মুখ্যমন্ত্রীর পদ হারাতে হয় কমল নাথকে। পতন হয় কংগ্রেস সরকারের।

