আগরতলা, ২৮ এপ্রিল : রাজধানী আগরতলায় অভয়নগর মহাদেব মন্দির সংলগ্ন এলাকায় বুধবার রাত ১০.৩০ নাগাদ এক ব্যক্তিকে ছুরিকাহত করে আশি হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে তিন যুবক। ছুরিকাঘাতে আহত ব্যক্তির নাম শ্যামল দাস। তিনি একজন সন্ন্যাসী বলে জানা গেছে। তার বাড়ি মেলাঘরে।
বুধবার রাতে তিনি জিবি এলাকা থেকে বলদাখাল রোডে তার এক নিকট আত্মীয়ের বাড়িতে আসছিলেন। তার কাছে আশি হাজার টাকা ছিল। সেই টাকা ছিনতাই করার লক্ষ্যেই তিন যুবক তাকে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে। ছুরিকাহত হয়ে অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তি রাস্তার পাশে পড়ে থাকেন। পথচারীরা তাকে দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে তাকে সেখান তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছুরিকাঘাতে আহত সন্ন্যাসী শ্যামল দাস জানান, তার বাড়ি মেলাঘর। জমি বিক্রি করে আশি হাজার টাকা সঙ্গে নিয়ে তিনি বলদাখাল রোডে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে দশটা নাগাদ অভয়নগর মহাদেব মন্দির সংলগ্ন এলাকায় তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে তিন যুবক। তবে ছিনতাইকারীদের তিনি চিনতে পারেননি। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় এ ধরনের চুরি ছিনতাই এর ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। স্বাভাবিক কারণেই জন নিরাপত্তা নিয়ে সংশয় বাড়ছে।