ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। অনূর্ধ্ব-১৬ র্যাপিড দাবা প্রতিযোগিতা ৩ মে। মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে। খেলা হবে কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিস বাড়িতে। ওই দিন সকাল ৯ টায় হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের খেলা হবে। আসরের প্রথম ৫ দাবাড়ু পাবে সুদৃশ্য ট্রফি। এছাড়া অনূর্ধ্ব-১২ এবং ৮ বিভাগের প্রথম তিন স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সেরা বালিকা দাবাড়ু এবং সর্বকনিষ্ঠ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। মোট ৪০ জন দাবাড়ু আসরে অংশ নিতে পারবে। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২ মে সন্ধ্যা ৬ টার মধ্যে দুইশত টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে বলা হয়েছে। নাম জমা দিতে হবে মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত-র (৭০০৫২৯১৯৭৬) কাছে।
2022-04-27