নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): ভয়াবহ আগুন লাগল দিল্লির ভালসওয়া ডাম্প ইয়ার্ডে (যে স্থানে আবর্জনা ফেলা হয়)। মঙ্গলবার গভীর রাতে ভালসওয়া ডাম্প ইয়ার্ডে আগুন লাগে, আবর্জনার স্তুপে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে দমকল কর্মীদের সারারাতের প্রচেষ্টার পর বুধবার সকালে আগুন আয়ত্তে আসে।
এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, কালো ধোঁয়ায় দূষিত হয়ে ওঠে ওই এলাকা। স্থানীয় বাসিন্দাদের চোখ জ্বালা করতে থাকে, অনেকেই শ্বাসকষ্ট অনুভব করেন। ভালসওয়া ডাম্প ইয়ার্ডের কাছে বসবাসকারী কিছু মানুষ জানিয়েছেন, ধোঁয়ার কারণে আমরা ঠিকমতো শ্বাস নিতে পারছি না, দেখতেও সমস্যা হচ্ছে। এই ডাম্প ইয়ার্ডের অবস্থা সম্পর্কে সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”