Covid19: দৈনিক সংক্ৰমণ ফের নিম্নমুখী, দক্ষিণ কোরিয়ায় একদিনে কোভিডে মৃত্যু ১৪১ জনের

সিওল, ২৭ এপ্রিল (হি.স.): করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুতে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না দক্ষিণ কোরিয়ায়, তবে আক্রান্তের সংখ্যা ফের কিছুটা কমেছে। দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ৭৭-হাজারের নীচে নেমে এসেছে, আগের দিনই এই সংখ্যা ছিল ৮০-হাজারের বেশি। মৃত্যুর সংখ্যাই এখন চিন্তা বাড়াচ্ছে। প্রতিদিনই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

সে দেশের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৭৬১ জন। মঙ্গলবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৭৬ হাজার ৭৬১ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,০৮৬,৬২৬ জন এবং মৃত্যু হয়েছে ২২,৪৬৬ জনের।