বিশালগড়, ২৭ এপ্রিল : বিশালগড়-র প্রভুরামপাড়ার রাবার বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রোহিত মিয়া। বয়স আনুমানিক পঞ্চান্ন বছর।
জানা গেছে, গতকাল থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গিয়ে বুধবার সকালে রাবার বাগানের মধ্যে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ দেখে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গ পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। খবর পাঠানো হয় বিশালগড় থানায়।
খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং রাবার বাগান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অভাব-অনটনে ওই ব্যক্তি রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। আশঙ্কা করা হচ্ছে অভাব-অনটনের কারণে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এর রমজান মাস চলাকালে এই আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।