ফড়ণবিশকে তোপ সঞ্জয় রাউতের, শিবসেনা নেতা বললেন তিনি মানুষকে বিভ্রান্ত করছেন

মুম্বই, ২৬ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশের বিরুদ্ধে তোপ দাগলেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “মানুষকে বিভ্রান্ত করছেন দেবেন্দ্র ফড়ণবিশ।” রাউত জানিয়েছেন, হনূমান চালিসা পাঠ করার জন্য কারও শাস্তি হয় না।

হনূমান চালিসা পাঠ করা নিয়ে মহারাষ্ট্র এখন উত্তাল। এর আগে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। মঙ্গলবার পাল্টা ফড়ণবিশকে বিঁধলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তাঁর কথায়, “মানুষকে বিভ্রান্ত করছেন দেবেন্দ্র ফড়ণবিশ। কেউ যদি হনূমান চালিসা পাঠ করতে চান, তা নিজের বাড়িতে অথবা মন্দিরে করতে পারেন। অন্যের বাড়িতে ঢোকা ও অশান্তির পরিবেশ তৈরি করা ঠিক নয়।”