আগরতলা, ২৬ এপ্রিল : নদীতে নৌকা নয়, ভাসছে গাড়ি। স্মার্ট সিটির বেহাল রাস্তার দৌলতে এবার নদীতে পড়ল গাড়ি। ঘটনা শহরের সুরেন্দ্রপল্লী ঘোষপাড়া এলাকায়। রিক্সাকে বাঁচাতে গিয়ে নদীতে পড়ে যায় একটি পণ্যবাহী গাড়ি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল অবস্থা। বারবার দাবি জানিয়ে আসলেও রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করছে না কর্তৃপক্ষ, এমনটাই উঠেছে অভিযোগ। আজ একটি রিক্সাকে বাঁচাতে গিয়ে বঙ্গেশ্বর নদীতে পড়ে যায় পণ্যবাহী গাড়ি। যদিও ঘটনায় অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক। তবে স্মার্ট সিটির মাধ্যমে যখন গোটা শহরকে সাজিয়ে তোলা হচ্ছে তখন শহরের বুকে রাস্তার এহেন পরিস্থিতিতে ক্ষোভ এলাকাবাসীর মনে। রাস্তাটি দ্রুত সারাইয়ের দাবি উঠেছে।