বেজিং, ২৬ এপ্রিল (হি.স.): সাংহাইয়ের মতো এবার চিনের রাজধানী বেজিংয়েও কঠোর লকডাউন লাগু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে বেজিংয়ে কিছুটা বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাই মঙ্গলবার থেকেই ২১ মিলিয়ন জনসংখ্যার বেজিংয়ের শুরু হয়েছে গণ টেস্টিং। সাংহাইয়ে করোনার আস্ফালণ রুখতে চাইছে চিন, সেখানে অনেকদিন ধরে লকডাউন লাগু রয়েছে। তাও বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের।
এবার বেজিংয়েও করোনার ভয় বাড়ছে, গত শুক্রবার থেকে বেজিংয়ের ৮টি জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ জন। তাই এবার বেজিংয়ে গণ টেস্টিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তিন রাউন্ডে প্রত্যেকের পিসিআর টেস্ট করা হচ্ছে। বেজিংয়ের ১১টি জেলার মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে গণ টেস্টিং। বেজিংয়ে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন, আক্রান্তের সংখ্যা কম হলেও যথেষ্ট উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারা।

