আগরতলা, ২৬ এপ্রিল (হি. স.) : প্রাপ্ত বয়স্কদের জন্য ত্রিপুরায় কোভিডের বুস্টার ডোজ কোভিশিল্ড মজুত নেই। ফলে, চাহিদার যোগান দিতে ত্রিপুরা সরকার সংশয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকার প্রাপ্ত বয়স্কদের জন্য বেসরকারি হাসপাতাল থেকে কোভিডের বুস্টার ডোজ নেওয়ার ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়া হচ্ছে না। কিন্ত, ত্রিপুরায় কোভিডের টিকাকরণে বেসরকারি কেন্দ্রের অভাবে মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। কারণ, দেশে ফের করোনা মাথাচাড়া দিয়ে উঠছে।
আগরতলায় একটি মাত্র বেসরকারি হাসপাতালে টিকাকরণ কেন্দ্রে কোভ্যাক্সিন মজুত রয়েছে। কিন্ত কোভিশিল্ড মজুত নেই। এমনকি তারা কোভিশিল্ড টিকা আনতে খুব একটা আগ্রহী নয়। তাদের বক্তব্য, ইতিপূর্বে কোভিশিল্ড এনে বিক্রি করতে হিমশিম খেতে হয়েছে। তাই, পুণরায় কোভিশিল্ড ভ্যাক্সিন আনার ঝুঁকি তারা নেবে না।
এ-বিষয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের জনৈক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক এখন পর্যন্ত প্রবীণ নাগরিক, স্বাস্থ্য কর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের কোভিডের বুস্টার ডোজ সরকারীভাবে প্রদান করা হচ্ছে। প্রাপ্ত বয়স্কদের জন্য সরকারীভাবে বুস্টার ডোজ প্রদানের নতুন নির্দেশিকা আসেনি।
জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার মিশন অধিকর্তা ডা: সিদ্ধার্থ শিব জৈসবাল জানিয়েছেন, বেসরকারি হাসপাতালকে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড-র টিকা মজুত রাখার জন্য অনুরোধ জানানো হবে। কিন্ত, তাঁদের কোনভাবেই সরকার বাধ্য করতে পারবে না। সাথে তিনি যোগ করেন, বিভিন্ন রাজ্য পর্যালোচনা বৈঠকে ওই সমস্যা নিয়ে সরব হয়েছে। কিন্ত, কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা এখনো জারি করা হয়নি।
স্বাস্থ্য দফতরের টিকাকরণ আধিকারিক ডা: মৌসুমী সরকার জানিয়েছেন, আপাতত প্রাপ্ত বয়স্কদের কোভিডের বুস্টার ডোজের জন্য বেসরকারি হাসপাতালের উপর নির্ভর থাকতে হবে। তবে, কেন্দ্রীয় সরকার প্রাপ্ত বয়স্কদের জন্যও বুস্টার ডোজ বিনামূল্যে প্রদানের সিদ্ধান্ত হলে ত্রিপুরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা করবে। এক্ষেত্রে, কিছুটা অপেক্ষা করতেই হবে।
প্রসঙ্গত, দেশে ফের করোনা প্রকোপ দেখা দিচ্ছে। ধীর গতিতে হলেও বিভিন্ন রাজ্যে সংক্রমণের হার বাড়ছে। ফলে, কোভিডের বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা সকলেই অনুভব করছেন। কিন্ত, টিকার অভাবে প্রাপ্ত বয়স্করা কিছুটা চিন্তায় পড়েছেন।