Cricket : বিশালের অলরাউন্ড পারফরম্যান্স : জয়ের হ্যাটট্রিক করেই পশ্চিম জোন ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। দুরন্ত লড়াই। তারপরও শেষ রক্ষা হলো না উত্তর জোনের। প্রত্যাশিত ভাবেই ফাইনালে উঠলো পশ্চিম জোন। ২৮ এপ্রিল ফাইনালে পশ্চিম জোন খেলবে দক্ষিণ জোনের বিরুদ্ধে। রাজ্য অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেট। মঙ্গলবার গ্রুপ লিগের শেষ ম্যাচে পশ্চিম জোন ১২ রানে পরাজিত করে উত্তর জোনকে। পশ্চিম জোনকে জয় এনে দিতে মূখ্যভূমিকা নেয় বিশাল শীল।

প্রথমে ব্যাট হাতে ৪৮ রান করার পর বল হাতে বিপক্ষের ২ উইকেট তুলে নেয় বিশাল। নিপকো মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে পশ্চিম জোন ৩৬.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান করে। দলের পক্ষে বিশাল শীল ৫৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮,দেবজ্যোতি পাল ৬৩বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৬,আকাশ সরকার ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪, রিয়াদ হুসেন ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬, বেদাব্রত ভট্টাচার্য ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং শান্তুনু দাস ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। উত্তর জোনের পক্ষে কার্তিক পাল (‌৪/‌২৯) এবং নয়নমনি ভট্টাচার্য (‌২/‌১৫) সফল বোলার।

জবাবে খেলতে নেমে উত্তর জোন নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করতে সক্ষম হয়েছে।দলের পক্ষে রেজাওল ইসলাম ৭৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, কার্তিক পাল ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২,জয়দীপ দত্ত ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ১৪ এবং বিশাল দেবনাথ ১৯ বল খেলে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান। পশ্চিম জোনের পক্ষে দ্বীপ দেব (‌৩/‌১৬), বিশাল শীল (‌২/‌৭), দেবজ্যোতি পাল (‌২/‌২০) এবং রিয়াদ হুসেন (‌২/‌২৮) সফল বোলার। গ্রুপে তিন ম্যাচেই জয় পেয়ে অপরাজিত ভাবে ফাইনালে উঠলো পশ্চিম জোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *