CM Biplab Kumar Deb : মুখ্যমন্ত্রীর পরিদর্শনে ধরা পড়ল অনিয়ম, রেশন শপ সিল করার নির্দেশ

আগরতলা, ২৫ এপ্রিল : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রেশন শপ পরিদর্শনে গিয়ে অনিয়ম ধরেছেন। ওই রেশন শপ সিল করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, আরো একটি রেশন সপে অনিয়ম ধরা পড়েছে। ওই রেশন শপ খাদ্য দফতরের পক্ষ থেকে সিল করা হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল লালবাহাদুর ক্লাবের একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সেখানকার মানুষের অভিযোগমূলে খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে ৮২নং রেশনশপ পরিদর্শনে যান। এই রেশনশপের মালিক হচ্ছেন সৈকত ভৌমিক। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ করেন, যে রেশনশপে ৩৬০০ কেজি চাল মজুত রয়েছে, যেখানে রেশনশপের রেজিস্ট্রার অনুযায়ী ১৪৮০ কেজি চাল থাকার কথা ছিল। অর্থাৎ ২১২০ কেজি চাল বেশি মজুত ছিল। মুখ্যমন্ত্রী এই রেশনশপের দুর্নীতিগুলি সরজমিনে প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গেই রেশনশপটিকে সীল করার জন্য খাদ্য দপ্তরের কর্তৃপক্ষদের নির্দেশ দেন।

অন্যদিকে এলাকার মানুষের অভিযোগমূলে আমতলী এলাকার ৩নং রেশনশপে খাদ্য দপ্তরের আধিকারিকরা তাদের পরিদর্শনকালে প্রত্যক্ষ করেন যে রেশনশপে ৭৭ কেজি চাল মজুত রয়েছে। কিন্তু এক্ষেত্রে রেশনশপের রেজিস্ট্রার অনুযায়ী ৪,৯৪৭ কেজি চাল থাকার কথা ছিল। অর্থাৎ সেখানে ৪,৮৭০ কেজি চালের ঘাটতি পাওয়া যায়। একইসঙ্গে ১৩৯ কেজি চিনি, ৭৩ কেজি মুসুর ডাল, ৬১৪ কেজি আটা ঘাটতিও নজরে আসে আধিকারিকদের। ৩নং রেশনশপের মালিক হচ্ছেন ননী বনিক। জনগনের অভিযোগমূলে সঙ্গে সঙ্গেই এই রেশনশপকে সীল করেন খাদ্য দপ্তর। এ থেকে রাজ্যে জনমুখি সরকারের দৃষ্টিভঙ্গিই প্রতিফলিত হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পরিদর্শণ এই বার্তা বহণ করে যে, কোনো ক্ষেত্রেই সাধারন নাগরিকদের ঠকানো রাজ্য সরকার কোনওভাবেই বরদাস্ত করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *