কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : কাটোয়া থেকে গড়াগাছা গামী একটি বাসে পাচারের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কাটোয়া পুলিশ ও এসটিএফ অভিযান চালায় ওই বাসে। বাসটিকে দাঁড় কারানো হয় দাঁইহাট মোড়ে। এরপর গাড়ি থেকে নামিয়ে আনা হয় ২টি প্যাকেট। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম এজাবুল শেখ ও রবিউল শেখ। বিহার থেকে আনা হচ্ছিল ওইসব বিস্ফোরক রাসায়নিক। বিহার থেকে বীরভূম হয়ে কখনও সড়ক পথে, কখনও আবার নদী পেরিয়ে তা আনা হত কাটোয়ায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, শনিবার কাটোয়া থেকে গড়াগাছা গামী একটি বাসে আনা হচ্ছিল বোমা তৈরির মোট ৬ কেজি বিস্ফোরক। দুটি প্যাকেটে ছিল ওইসব রাসায়নিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।