মুম্বই, ২৪ এপ্রিল (হি.স.) : রবিবার সাংসদ নবনীত রানা, বিধায়ক রবি রানাকে বান্দ্রা আদালতে পেশ করল মুম্বই পুলিশ। অমরাবতীর সাংসদ নবনীত রানা এবং বিধায়ক রবি রানাকে বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
সাংসদ-বিধায়ক দম্পতির আবেদনের শুনানি ২৯ এপ্রিল আদালতে করা হবে। মুম্বই পুলিশ তাদের জামিনের আবেদনে ২৭ এপ্রিল তাদের বক্তব্য পেশ করতে বলেছে। দম্পতির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রিজওয়ান বণিক। এর আগে শনিবার নির্দল সাংসদ নবনীত রানা ও বিধায়ক রবি রানাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাদের খার থানায় নিয়ে যান। পুলিশ বিধায়ক রবি রানা এবং সাংসদ নবনীত কৌর রানার বিরুদ্ধে মামলা দায়ের করে। দুজনকেই খারের বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয়েছে।৷
প্রসঙ্গত, এর আগে একই দিনে শিবসেনা কর্মীরা অমরাবতী সাংসদ নবনীত রানা এবং বিধায়ক রবি রানার বাসভবনের বাইরে প্রতিবাদ করেছিলেন। এরপরই রানা দম্পতি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যক্তিগত বাসভবন মাতোশ্রীর বাইরে “হনুমান চালিসা” পাঠ করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।