গুয়াহাটি, ২১ এপ্রিল (হি.স.) : ৬০ আসন বিশিষ্ট গুয়াহাটি পুরনিগম (জিএমসি)-এর ভোটগণনা পূর্ণগতিতে চলছে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ ওয়ার্ডের ১৩টি গেছে বিজেপি ও মিত্রজোট অসম গণ পরিষদ (অগপ)-এর দখলে। একটি করে ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আম আদমি পার্টি (আপ) এবং অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর প্রার্থী। ফলে জিএমসি-তে বিজেপি যে একচ্ছত্র দখল বজায় রাখতে চলেছে তা নিশ্চিত।
সরকারিভাবে ঘোষণা অনুযায়ী ১ নম্বর ওয়াৰ্ডে অসম জাতীয় পরিষদের হুকুম চান আলি বক্সি,
৩১ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী রত্না সিং,
১১ নম্বর ওয়াৰ্ডে বিজেপির মঞ্জুলা দেবী,
৪১ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্রার্থী বাসন্তী কলিতা দুওরা,
২১ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী সন্দীপ দেব,
৩২ নম্বর ওয়াৰ্ডে বিজেপির নীলমজ্যোতি ভুইয়াঁ,
২৩ নম্বর ওয়াৰ্ডে বিজেপির মঞ্জিতা দৈমারি,
৪২ নম্বর ওয়াৰ্ডে আম আদমি পাৰ্টির মাসুমা বেগম,
১২ নম্বর ওয়াৰ্ডে অগপ প্ৰাৰ্থী দীপঙ্কর বৈশ্য,
৩৩ নম্বর ওয়াৰ্ডে অগপ প্ৰাৰ্থী মীরা দাস শহরিয়া,
৪ নম্বর ওয়াৰ্ডে বিজেপির সঞ্জয় দাস (বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জয়ী),
৬ নম্বর ওয়াৰ্ডে বিজেপির সুতপা সরকার (বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জয়ী),
২২ নম্বর ওয়াৰ্ডে স্মিতা রায় (বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জয়ী),
২ নম্বর ওয়াৰ্ডে বিজেপির মুকুল কলিতা,
৩ নম্বর ওয়াৰ্ডে বিজেপির কল্লোল চক্ৰবৰ্তী,
৫২ নম্বর ওয়াৰ্ডে বিজেপির গকুল গোস্বামী জয়লাভ করেছেন।