হায়দরাবাদ, ২৪ এপ্রিল (হি.স.) : নিম্নমানের ৮ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করল অন্ধ্রপ্রদেশ পুলিশ। এলুরু জেলার আগরপল্লী মন্ডলে প্রায় ৮ হাজার লিটার গুড়ের জলে তৈরি নিম্নমানের মদ জব্দ করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছেন। স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরো এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে নিম্নমানের মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কিছু তৈরি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সহকারী কমিশনার নুজিভিদু জানিয়েছেন। ধৃত ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এবিষয়ে আরও তদন্ত চলছে।