Narendra Modi: সূচনার অপেক্ষায় অমৃত সরোবর, বানিহাল-কাজিগুন্দ সড়ক সুড়ঙ্গও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): ঠাসা কর্মসূচি নিয়ে রবিবার জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে সাম্বা জেলার পাল্লি গ্রামে পঞ্চায়েতদের উদ্দেশে বক্তব্য রাখার পাশাপাশি একাধিক প্রকল্প দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে অমৃত সরোবর, বানিহাল-কাজিগুন্দ সড়ক সুড়ঙ্গ। এছাড়াও দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের তিনটি রোড প্যাকেজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, রবিবার রাতলে ও কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী।

শনিবার প্রধানমন্ত্রী দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার পাল্লিতে একটি ৫০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাতলে ও কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। ৮৫০ মেগাওয়াট রাতলে জলবিদ্যুৎ প্রকল্প এবং ৫৪০ মেগাওয়াট কোয়ার জলবিদ্যুৎ প্রকল্প কিশত্বর জেলায় চেনাব নদীতে নির্মিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *