কাংড়া, ২৩ এপ্রিল (হি.স.): কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বললেন, হিমাচল প্রদেশের সবকিছু লুট করেছে কংগ্রেস ও বিজেপি। শনিবার হিমাচল প্রদেশের কাংড়ায় আম আদমি পার্টির ‘বিজয় অভিযান’ জনসভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “হিমাচল প্রদেশকে সমস্ত কিছু দিয়েছে ঈশ্বর, কিন্তু বিজেপি ও কংগ্রেস হিমাচল প্রদেশকে লুট করার ক্ষেত্রে কোনও কিছু বাদ রাখেনি।” কেজরিওয়াল বলেছেন, “হিমাচল প্রদেশে ৩০ বছর ধরে শাসন করেছে কংগ্রেস, বিজেপি শাসন করেছে ১৭ বছর। এখন এই দু’টি দল আমাকে গালি দেয়, আমি কী কিছু লুট করেছি, এই দু’টি দলই তো সবকিছু লুট করেছে।”
হিমাচল প্রদেশের জয়রাম ঠাকুর সরকারকে নিশানা করে কেজরিওয়াল বলেছেন, “জয় রাম ঠাকুর বলছেন, হিমাচলে সৎ সরকার গঠন করা সম্ভব নয়। আমি জানতে চাইলাম-কেন সম্ভব নয়, বলা হল হিমাচলের সামাজিক ও রাজনৈতিক অবস্থা ভিন্ন। আসলে পরিস্থিতি ভিন্ন নয়, বিজেপির উদ্দেশ্যই খারাপ, তাঁদের উদ্দেশ্য চুরি করা।” হিমাচলের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেজরিওয়াল বলেছেন, “হিমাচল প্রদেশে ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন জয়রাম ঠাকুর। এরপর জয়রামজির কাছে মোদী ও শাহজির ফোন চলে আসে, তাঁকে বলা হয় বিনামূল্যে বিদ্যুতের কথা তিনি যেন আর না বলেন। জয়রামজি বলেছেন, নির্বাচন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে, তারপর বন্ধ করা হবে।” হিমাচল প্রদেশের জনগণের কাছে কেজরিওয়ালের আর্জি, “হিমাচল প্রদেশেও একবার আপ-কে সুযোগ দিন, পরের বার আমি না, আমার কাজ ভোট চাইবে!”

