আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.) : ফের আগরতলা রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার সকালে আগরতলা রেল স্টেশন রেল পুলিশ এই গাঁজা উদ্ধার করেছে।
পুলিশের খবর, শনিবার সকালে আগরতলা রেলস্টেশনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ। তখনই রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি প্যাকেট উদ্ধার হয়েছে। এই প্যাকেটগুলি থেকে ৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ।
তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশের।উদ্ধার করা গাঁজা আগরতলা জিআরপি থানার হেফাজতে রাখা হয়েছে। আগরতলার প্রধান রেল স্টেশনে ৯০ কেজি গাজা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন নাকা পয়েন্টে প্রায়শই গাঁজার বস্তা উদ্ধার করছে পুলিশ। তবুও গাঁজা পাচার বন্ধ করা সম্ভব হচ্ছে না।