Ratanlal Nath : মানসিক বিকাশ ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : শিক্ষামন্ত্রী

আগরতলা, ২২ এপ্রিল : রাজ্য সরকারের মূল স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা। এজন্য চাই রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের সর্বাঙ্গীন সহযোগিতা। আজ মোহনপুর মহকুমার তুলাবাগানস্থিত উত্তর দেবেন্দ্রনগর উচ্চবিদ্যালয় মাঠে ফুটবলের সিন্থেটিক টার্ফের ভিত্তি প্রস্তর স্থাপন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাজ্যের বিকাশে বিভিন্ন দপ্তর প্রতিযোগিতার মানসিকতা নিয়ে কাজ করছে। রাজ্যের প্রান্তিক এলাকার উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, খেলাধুলার জন্য শুধু টার্ফ ফুটবল মাঠ বড় কথা নয়। মানসিক বিকাশ ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা একদিকে যেমন শারীরিক চর্চা তেমনি প্রেরণার উৎসও। যুব সমাজের উন্নতিতে খেলাধুলার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষামন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ফুটবলকে জনপ্রিয় করতে এবং আন্তর্জাতিক মানে উন্নত করার জন্য এই সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, এই সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করতে ব্যয় হবে ৫ কোটি টাকা। নির্মাণ সংস্থা জানিয়েছে আগামী দুই মাসের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ফুটবল মাঠের মাধ্যমে যুব সমাজ এগিয়ে যেতে পারে ও খেলাধুলায় গতি আনতে পারে। এ ধরনের মাঠ খেলাধুলাকে জাতীয়স্তরের মানে উন্নত করতে পারে। তিনি বলেন, রাজ্যে আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিভা তুলে আনতে এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করার লক্ষ্যে দশরথ দেব স্টেডিয়ামে ৭ কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্স টার্ফ তৈরি হবে। পানিসাগরে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে সুইমিং পুল।

ক্রীড়ামন্ত্রী বলেন, উদয়পুরের চন্দ্রপুরে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের কাজ শেষ হয়েছে। খোয়াইয়ে মাঠের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই মাসের মধ্যে উদ্বোধন করা হবে। তিনি বলেন, খেলাধুলার প্রসারে রাজ্যে ১৫-২০ হাজার টাকার ক্রীড়া সামগ্রী ১,৫০০টি ক্লাবের মধ্যে প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্লোগান তুলেছেন যুবকদের নেশা থেকে দূর করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই স্বপ্নকে বাস্তবায়িত করতেই খেলাধুলার প্রসার ও উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামে নতুন প্রকল্পে ৬ কোটি টাকা অনুমোদন দিয়েছে। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে জাতীয় সংহতি, দেশাত্মবোধ, সৌভ্রাতৃত্ব জাগ্রত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *