Cricket : শান্তুর শতরান, অপূর্ব-‌র অলরাউন্ড পারফরম্যান্স, বড় ব্যবধানে জয় পেলো জগন্নাথ পাড়া পি সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। দুরন্ত শতরান, শান্তু মজুমদারের। আর এতেই জয় পেলো জগন্নাথ পাড়া প্লে সেন্টার। ১১২ রানে পরাজিত করলো কুষারঘাট তরুণ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। শুক্রবার বাইখোড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে জগন্নাথ পাড়া প্লে সেন্টারের ২৮৩ রানের জবাবে কুষারঘাট তরুণ সঙ্ঘ ১৭১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শান্টু মজুমদার ১২০ রান করেন।

এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে জগন্নাথ পাড়া প্লে সেন্টার ৪৭.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রান করে। দলের পক্ষে শান্টু মজুমদার ১২৮ বল খেলে ১৭টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২০, অপূর্ব বিশ্বাস ৭০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫০ এবং সুরেন্দ্র রিয়াং ৪৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৫ রান। কুষারঘাট তরুণ সঙ্ঘের পক্ষে কৃষান পাল (‌৪/‌৫১), প্রসেনজিৎ বৈদ্য (‌৩/‌৭২) এবং মিটুন দেবনাথ (‌২/‌৩৪) সফল বোলার।

জবাবে খেলতে নেমে কুষারঘাট তরুণ সঙ্ঘ ১৭১ রানি করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৬৬ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে মিঠুন দেবনাথ ৪৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৩৬,দেবার্ঘ বনিক ৬২ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং কৃষান পাল ২৬ বল খেলে ২ টি  বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। জগন্নাথ পাড়া প্লে সেন্টারের পক্ষে বিপ্লব দাস (‌৩/‌২৩) এবং অপূর্ব বিশ্বাস (‌৩/‌৪৬) সফল বোলার।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *