আমবাসা, ২১ এপ্রিল : আমবাসা রেলস্টেশন থেকে দুই মহিলার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইবাজরা। জানা গেছে, আমবাসা রেল স্টেশনে অবস্থানরত দুই মহিলার কাছ থেকে দুটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। ওই দুই মহিলার ব্যাগে নগদ টাকা এবং সোনা গয়না ছিল বলে জানা যায়।
এ ব্যাপারে জিআরপি এবং আমবাসা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট মহিলারা। অভিযোগ পাওয়ার সাথে সাথেই জিআরপি এবং আমবাসা থানার পুলিশ অভিযুক্তদের আটক করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। তবে সংবাদ লেখা সময় পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাওয়া উদ্ধার কিংবা ছিনতাইকারীদের জালে তুলতে সক্ষম হয়নি পুলিশ। আমবাসা রেল স্টেশন থেকে দুই মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য যাত্রী সাধারণের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সাধারণ মানুষের তরফ থেকে জোরালো দাবি উঠেছে।