শ্রীনগর, ২০ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার পারিসওয়ানি এলাকায় শুরু হওয়া এনকাউন্টারে লস্কর-ই-তৈয়বার দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে বলে পুলিশের ইন্সপেক্টর-জেনারেল (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন।
আইজিপি আরও যোগ করে বলেন, অভিযান এখনও চলছে এবং আরও তিনজন সন্ত্রাসবাদী উপস্থিত থাকতে পারে। এনকাউন্টারে চার সেনা সদস্য এবং একজন সাধারণ নাগরিক সহ পাঁচজন আহত হয়েছেন। তবে, কারও অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে। এই এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডারও। নিহত জঙ্গির নাম-ইউসুফ কান্ত্রু।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাতে কুঞ্জের কাছে মালওয়ান এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তখনই ৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন। এছাড়াও একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার ইউসুফ কান্ত্রু। সাধারণ নাগরিক ও সুরক্ষা বাহিনীর জওয়ানদের হত্যার ঘটনায় জড়িত ছিল ইউসুফ।