Arrested : চুরি যাওয়া তিনটি ল্যাপটপ উদ্ধার, ধৃত চোর

আগরতলা, ২১ এপ্রিল : রাজধানী আগরতলা শহরের দূর্গা চৌমুহনী এলাকার একটি দোকান থেকে চুরি যাওয়া তিনটি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। এই ঘটনায় জড়িত রাজ সিংহ নামে এক চোরকে আটক করা হয়েছে। তার হেফাজত থেকেই পুলিশ তিনটি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।

ঘটনার বিবরণ দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস জানিয়েছেন, গত কয়েকদিন আগে দূর্গা চৌমুহনী বাজার এলাকার একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে বেশ কয়েকটি ল্যাপটপ সহ অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় দোকানের মালিক সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তৎপরতা অব্যাহত রাখে। ইতিমধ্যেই চুরি যাওয়া তিনটি ল্যাপটপসহ মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় আগরতলা পশ্চিম থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের জড়িত অন্যান্যদের আটক করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। শীঘ্রই পুলিশ এ ব্যাপারে আরো সাফল্য পাবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বিভিন্ন বাজার দোকানপাট এবং বাড়িঘরে সাম্প্রতিককালে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাতে জনগণের নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে। পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস যোগ্যতা ক্রমশ হ্রাস পাচ্ছে। পুলিশ অবশ্য এসব অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য তৎপরতা আরো জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে বলে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *