উদয়পুর, ২১ এপ্রিল : নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। ঘটনা উদয়পুর এগ্রিকালচার চৌমুনী ব্রিজ সংলগ্ন এলাকায়। তাঁর নাম কেশব চক্রবর্তী(৬৫)। তিনি অবসরপ্রাপ্ত কর্মচারী বলে জানা গেছে।
ঘটনার বিবরণে প্রকাশ, প্রতিদিনকার মত গোমতী নদীতে স্নান করতে যান কেশব চক্রবর্তী। কিন্তু হঠাৎ এই নদীর পাড়ে দাঁড়ানো অন্যান্যরা দেখতে পান তিনি নদীর জলে তলিয়ে যাচ্ছেন। একটি নৌকায় উপস্থিত কয়েকজন জেলে ঘটনাটি প্রত্যক্ষ করে তাঁকে উদ্ধার করতে গিয়েও ব্যর্থ হন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, জেলে এবং স্থানীয়রা নদীতে জাল ফেলে কেশব চক্রবর্তীকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন। ছুটে আসে এনডিআরএফ টিম। তাঁরা সম্মিলিতভাবে নদীতে নেমে উদ্ধারকাজ চালাতে থাকেন। খবর লেখা পর্যন্ত কোন হদিশ মেলেনি কেশব চক্রবর্তীর। ডুবুরীর মাধ্যমেও উদ্ধার কাজ চালানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে নদীতে তেমন জল না থাকলেও কিভাবে তলিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

