শ্রীনগর, ২১ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন ৩ সেনা জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে আহত হয়েছেন একজন সাধারণ নাগরিকও। তবে, কারও অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার কুঞ্জের কাছে মালওয়ান এলাকার ঘটনা। ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাতে কুঞ্জের কাছে মালওয়ান এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তখনই ৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন। এছাড়াও একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, অভিযান জারি রয়েছে।

