ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। ব্যাটে-বলে দাপট দেখালো সন্দীপ গুপ্ত। সন্দীপের অলরাউন্ড পারফরম্যান্সে জয় অব্যহত রাখলো গেলোবারের চ্যাম্পিয়ন বি বি আই। বড় ব্যবধানে পরাজিত করলো নর্থ পয়েন্ট স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার বি বি আই মাঠে হয় ম্যাচটি।
এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বি বি আই ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করে। দলের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে তুষার চৌধুরি ঝড়ো ব্যাটিং করে। তুষার ৪৯ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে। এছাড়া দলের পক্ষেপিনাক কুমার দেব ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫,সন্দীপ গুপ্ত ৬১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯,প্রীয়াংশু রায় ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং রোহন বনিক ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৫২ রান। নর্থ পয়েন্ট স্কুলের মানব সিনহা (২/৩০), প্রকাশ জ্যোতি দাস (২/৫১) এবং অনস চক্রবর্তী (২/৫২) সফল বোলার।
জবাবে খেলতে নেমে জীবন দেবনাথ (৩/১২) এবং সন্দীপ গুপ্ত-র (৩/২২) দুরন্ত বোলিংয়ে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় নর্থ পয়েন্ট স্কুল। দল সর্বোচ্চ ২৬ রান পায় অতিরিক্ত খাতে। দলের পক্ষে অনস চক্রবর্তী ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, দেবাশিষ পাল ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং অরিজিৎ পাল ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। বি বি আইয়ের পক্ষে সন্দীপ এবং জীবন ছাড়া প্রীয়াংশু রায় (২/৮) সফল বোলার।

