TCA : ডা. মানিক সাহার ডাকা বৈঠক নীতিহীন, ‘অবজেকশন’ টিসিএ সচিব তিমির চন্দের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। কোন সংস্থার এক্সিকিউটিভ প্রধান হলেন সম্পাদক। স্বাভাবিক নিয়মে সম্পাদক বর্তমান থাকলে এবং সাংগঠনিক ক্রিয়া-কলাপ চালাতে কোন অসুবিধা না হলে, সভাপতির পরামর্শক্রমে সাংগঠনিক যে-কোনও বৈঠক বা সভা ডাকবেন সম্পাদক নিজে। সেটাই মূলতঃ সাংবিধানিক বিধি সকল সংস্থা, ক্লাব ও সংগঠনের। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মতো বৃহৎ মানের একটি ক্রীড়া সংগঠনে ঘটে চলেছে তার ব্যতিক্রম।

সম্প্রতি সভাপতি তথা নবনির্বাচিত সাংসদ ডা. মানিক সাহা ২২ এপ্রিল, শুক্রবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এপেক্স কাউন্সিল-এর এক বিশেষ বৈঠক তলব করেছেন। আজ, বুধবার টিসিএ-র সম্পাদক তিমির চন্দ এই বিষয়টি ভুল হচ্ছে বলে চিঠির মাধ্যমে ‘অবজেকশন’ জানিয়েছেন। সভাপতি ডা. মানিক সাহার উদ্দেশ্যে লিখিত এক চিঠিতে বিশেষ বৈঠক ডাকা যথার্থ নয় বলে, তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে বৈঠক ডাকার যথাযথ অথরিটিও ওনার নেই বলে চিঠিতে উল্লেখ করেছেন। টিসিএ-র মেমোরেন্ডামে নির্দিষ্ট উপধারা অনুযায়ী রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে ক্রীড়া সংস্থার সভাপতি পদে তিনি আসীন থাকতে পারেন না বলেও চিঠিতে সচিব তিমির চন্দ উল্লেখ করেছেন।

বলাবাহুল্য, সচিব তিমির চন্দ সমস্ত রীতিনীতি মেনেই ‘অবজেকশন লেটার’-এর মাধ্যমে বৈঠকের নোটিশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবর। তবে এ বিষয়ে টিসিএ-র বর্তমান কমিটি এবং এপেক্স কাউন্সিল কী ভূমিকা গ্রহণ করে, তাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *