Cricket : সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে ঝাড়খন্ডের বিরুদ্ধে হোঁচট খেলো ত্রিপুরা

ত্রিপুরা-‌১০৯/‌৭
ঝাড়খন্ড-‌১১১/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। হোঁচট খেলো ত্রিপুরা। সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। সোমবার বিহারের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়ার পর এদিন ঝাড়খন্ডের বিরুদ্ধে পরাজিত হয়ে কিছুটা পিছিয়ে পড়লো ত্রিপুরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় এদিন জয় পেতে পারেনি ত্রিপুরা। দলীয় স্কোরের সঙ্গে যদি আরও ২০ রান যোগ করতে পারতো তাহলে হয়তোবা আসরের দ্বিতীয় ম্যাচেও মাথা তুলে মাঠ থেকে বের হতে পারতেন অন্নপূর্ণা-‌রা। তিরুবন্তপুরমের গ্রীণফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬ উইকেটে। ত্রিপুরার গড়া ১০৯ রানের জবাবে ঝাড়খন্ড ৫ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়।

এদিন সকালে ঝাড়খন্ডের অধিনায়িকা নিহানা টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। বিহার ম্যাচের জয়ের নায়িকা অম্বিকা দেবনাথ এদিন বড় স্কোর গড়তে ব্যর্থ হওয়ায় ত্রিপুরা সাফল্য পায়নি। ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান করতে শ৭ম হয়। রাজ্যদলের পক্ষে মৌটুসী দেবনাথ ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯, ওপেনার ঝুমকি দেবনাথ ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, ইন্দ্ররাণী জমাতিয়া ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং দলনায়িকা অন্নপূর্ণা দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। বিহার ম্যাচে অর্ধশতরান করা অম্বিকা দেবনাথ এদিন মাত্র ৬ রান করেছেন। ঝাড়খন্ডের পক্ষে নিধি বি (‌২/‌১১) এবং আরতি (‌২/‌১৩) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ঝাড়খন্ড ১৯.‌১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের প৭ ওপেনার মমতা কানোজিয়া ৫৯ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রানে এবং রিতু ১১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলে পক্ষে আশ্বিনী ২৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং দূর্গা মূর্মু ৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ত্রিপুরার পক্ষে মামন রবি দাস (‌২/‌১৬) সফল বোলার। পর পর দুই ম্যাচে ঝাড়খন্ড জয়লাভ করে লিগ টেবিলের শীর্ষে চলে এসেছে। ২১ এপ্রিল ত্রিপুরা আসরের তৃতীয় ম্যাচ খেলবে ওড়িশার বিরুদ্ধে। ‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *