Manish Sisodia:দিল্লিতে আপাতত কোভিডের কোনও ভয় নেই, আশ্বাস মণীশ সিসোদিয়ার

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): ভারতে বর্তমানে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যগুলিকে নজরদারির জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে। সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে দিল্লির পরিস্থিতি। এমতাবস্থায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানালেন, আপাতত তেমন ভয়ের কিছু নেই। করোনার সঙ্গে থাকা শিখতে হবে আমাদের।

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, “করোনার সঙ্গে থাকা শিখতে হবে আমাদের। সংক্রমণ আরও বাড়লে কঠোর ব্যবস্থা নেব আমরা। আপাতত ভয় পাওয়ায় দরকার নেই। সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ২০ এপ্রিল ডিডিএমএ ও বিশেষজ্ঞদের সঙ্গে আমরা বৈঠক করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *