Stock Market: চাঙ্গা শেয়ারবাজার, স্বস্তিতে বিনিয়োগকারীরা

মুম্বই, ১৯ এপ্রিল (হি. স.) : মঙ্গলবার চাঙ্গা শেয়ারবাজার । বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪০০ পয়েন্ট বেড়েছে। সূচক বেড়েছে নিফটিরও। স্বস্তিতে বিনিয়োগকারীরা। গত কয়েকদিন ধরে শেয়ার বাজার কিছুটা হলেও থিতিয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা চিন্তায় ছিলেন। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সূচক এক ধাক্কায় অনেকটাই পড়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় লক্ষ কোটি। আর মঙ্গলবার সূচক উর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীরা সেই লোকসান অনেকটাই পুষিয়ে উঠতে পেরেছে। অন্যান্য দেশের শেয়ারবাজারেও দোলাচল লক্ষ্য করা গিয়েছিল। বাজার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

এদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার বৈঠক করেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জিওরজিয়েভার সঙ্গে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্ক আয়োজিত একটি আলোচনাচক্রে যোগ দিয়ে ওয়াশিংটন গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সম্মেলনের ফাঁকে তিনি আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন। বর্তমান ভূ-রাজনৈতিক বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সূত্রের খবর, ভারতের আর্থিক স্থিতিশীলতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসা করেছেন। ভারত যেভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করে অর্থবাজারে স্থিতিশীলতা বজায় রেখেছে, তার জন্য সরকারের প্রশংসা করেছেন। প্রশংসা করেছেন যুদ্ধবিধ্বস্ত শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। সেই সঙ্গে বলেছেন, দ্বীপ রাষ্ট্রের আর্থিক পরিস্থিতি উন্নতির স্বার্থে আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্ক এক যোগ কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *