নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ সারা রাজ্যের সাথে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে পালিত হল ডক্টর বি আর আম্বেদকর এর ১৩৩ তম জন্মজয়ন্তী৷ এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ডিস্ট্রিক্ট এস সি ওয়েলফেয়ার৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু শর্মা, যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীপদ দাস, এস সি ফোরামের হরিমোহন দাস, কলেজের অধ্যক্ষ পরিতোষ নাগ, জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ দপ্তরের অন্যান্য অধিকর্তারা৷ এই অনুষ্ঠানে কচিকাঁচা বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন বলেন, ডক্টর বি আর আম্বেদকর এর সময়ে অস্পৃশ্যতা কোন পর্যায়ে ছিল তা নিয়ে দীর্ঘ আলোচনা রাখেন৷ তাছাড়া ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর এ পি জে আব্দুল কালাম, প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়নন এবং বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাহিনী তুলে ধরেন৷ তাদের মাধ্যমে তিনি ছাত্র-ছাত্রীদের বোঝাতে চান ইচ্ছা এবং মেধা থাকলে পৃথিবীর কোন শক্তি নেই তাদের আটকাতে পারে৷ ডক্টর আম্বেদকর শেষ বয়সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন৷ রামকৃষ্ণ পরমহংস দেব একজন খাঁটি ব্রাহ্মণ ছিলেন, রানী রাসমণি পূজারী হিসেবে রামকৃষ্ণ দেবকে এনেছিলেন৷ কিন্তু উনার শিষ্য বিবেকানন্দ ছিলেন একজন খাঁটি কায়স্থ৷ তাই যোগ্যতা থাকলে কেউ কাউকে আটকাতে পারে না৷ জাতপাত এইসব ক্ষেত্রে কোন কারণ হয় দাঁড়াতে পারে না৷