কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.) : ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল পূ্র্ব বর্ধমানের কাটোয়া কৈথন বাসস্ট্যান্ড এলাকায়। মৃত শিশুর নাম নইম শেখ। কাটোয়ার কৈথন এলাকার বাসিন্দা। ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের আশ্বাসে আয়ত্তে আসে পরিস্থিতি।
জানা গিয়েছে, রবিবার সকালে খুদে শিশুর মা তাকে এলাকার একটি মুদি দোকানে পাঠিয়েছিলেন। সেই সময় কাটোয়া-পরুই রোড ধরে কাটোয়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই ট্রাক্টরই ধাক্কা দেয় নইম শেখকে। পিষে দেয় মাথা। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত গতিতে ট্রাক্টর নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করে চালক।
কিন্তু গাঁথুলিয়া মোড় এলাকায় নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাক্টরটি। সেই সময়ই চালককে ধরে ফেলে উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুর্ঘটনা ঘটে চলেছে। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। সেই ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।