নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): ফের আগুন-আতঙ্ক দিল্লির উপহার সিনেমা হলে। এবার অবশ্য দমকলের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়েছে। রবিবার ভোরে গ্রিন পার্ক মেট্রো স্টেশনের কাছে উপহার সিনেমা হলে আগুন লাগে, দমকল খবর পায় পৌনে পাঁচটা নাগাদ। আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৯টি ইঞ্জিন। দমকলের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, থিয়েটারের ব্যালকনি ও একটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, রবিবার সকাল ৪.৪৫ মিনিট নাগাদ উপহার সিনেমা হলে আগুন লাগার খবর পায় দমকল। তৎক্ষণাৎ পৌঁছে যায় দমকলের মোট ৯টি ইঞ্জিন। সিনেমা হলের সিট, আসবাবপত্র এবং আবর্জনায় আগুন লেগেছিল, তিনি বলেন, সকাল ৭.২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রশ্নগত, দিল্লির এই উপহার সিনেমা হলেই ১৯৯৭ সালের ১৩ জুন ভয়াবহ আগুন লেগেছিল। তখন মৃত্যু হয়েছিল ৫৯ জনের এবং আহত হয়েছিলেন শতাধিক মানুষ।