ঝালদা, ১৭ এপ্রিল (হি.স.) : ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় অভিযুক্ত সত্যবান প্রামাণিকের মন্তব্যে রহস্য আরও ঘনীভূত হল। রবিবার তিন অভিযুক্তকে আদালতে থেকে পুলিস ভ্যানে নিয়ে যাওয়ার সময় সত্যবান প্রামাণিক বলেন, তপন কান্দু খুনের পিছনে বড় মাথা আছে। কিন্তু সেই বড় মাথা কে, সেই প্রসঙ্গে কিছুই বলেননি সত্যবান।
তপন কান্দু খুনের ঘটনায় হেফাজতে থাকা ৩ অভিযুক্ত নরেন কান্দু, সত্যবান প্রামাণিক ও কলেবর সিংকে রবিবার জেলা আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় নিহতের অভিযুক্ত দাদাকে এই খুনের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুই বলেননি। কিন্তু পুলিস ভ্যানে যাওয়ার সময় সত্যবান জানান, ঘটনায় আরও বড় মাথা রয়েছে। যদিও এ ব্যাপারে আর কিছুই বলেননি সত্যবান। এদিন আদালত অভিযুক্তদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২৭ এপ্রিল ফের তাদের আদালতে তোলা হবে। ধৃতদের কাছ থেকে দুটি মোটর সাইকেল, দুটি মোবাইল ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় আরও এক অভিযুক্তের নাম জানতে পেরেছে সিবিআই। গত শুক্রবার অন্যতম অভিযুক্ত কলেবর সিং আশিক খানের নাম প্রকাশ্যে আনে। কলেবর বলেন, আমি নির্দোষ। তপন কান্দুর খুনের ঘটনায় নরেন ও আশিক যুক্ত রয়েছে।
খুনের ঘটনার তদন্তে ফরেনসিক দল আসে ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে। দুটি গাড়িতে রবিবার সাড়ে ১১টা নাগাদ ক্যাম্পে আসেন ফরেনসিক টিমের আধিকারিকরা। এদিন বিকেলে ঘটনাস্থলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।