Prime Minister : প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখর-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখর-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর প্রতিশ্রুতির জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন বলে এদিন প্রধানমন্ত্রী

টুইটারে বলেছেন, চন্দ্র শেখর সর্বদা হতদরিদ্র ও প্রান্তিকদের কল্যাণে কাজ করেছেন।

“চন্দ্র শেখর জি একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিলেন যিনি গণতান্ত্রিক মূল্যবোধ এবং দারিদ্র্য দূর করার প্রচেষ্টার জন্য তাঁর দায়বদ্ধতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন। তিনি সর্বদা দরিদ্র ও প্রান্তিকদের কল্যাণে কাজ করেছেন। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই,” এদিন টুইটে লেখেন প্রধানমন্ত্রী মোদী।

প্রসঙ্গত, চন্দ্র শেখর ১৯৯০ সালের ১০ নভেম্বর থেকে ২১ জুন ১৯৯১ সাল পর্যন্ত ভারতের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরের সমর্থনে জনতা দলের একটি বিচ্ছিন্ন অংশের সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *