বহরমপুর, ১৭ এপ্রিল (হি.স.) : মুর্শিদাবাদ জেলা বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং দু’জন রাজ্য কমিটির সদস্য। ওই সদস্যের মধ্যে বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র রয়েছেন।
রবিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে গৌরীশঙ্কর ঘোষ জানান, জেলা মণ্ডল সভাপতি পদের জন্য ৫১ জনের নাম পাঠানো হয়েছিল। তাতে ১৮ জনের নাম বাদ দিয়ে দলের জেলা সভাপতি নিজের ইচ্ছেমতো লোকদের ঢুকিয়েছেন। ওই ঘটনা বারবার রাজ্য নেতৃত্বকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। সে কারণেই তিনি রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন এবং বিজেপিকে টিকিয়ে রাখতে আলাদা সংগঠন করবেন জেলায় বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।
অন্যদিকে, বহরমপুর বিধানসভার বিধায়ক কাঞ্চন মৈত্র বলেন, জেলা বিজেপি সভাপতি তুঘলকি আচরণ করছেন। নিজের ইচ্ছামতো চলছেন। তার ফল ভুগতে হচ্ছে বিভিন্ন নির্বাচনে। সে কারণে তিনি রাজ্য কমিটির সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন। এদিন অন্য আরেকজন রাজ্য কমিটির সদস্য বাণী গঙ্গোপাধ্যায়ও পদত্যাগ করেন।