Explosion: সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ও আগুন, উত্তর কাশ্মীরে জখম ৪ জন

শ্রীনগর, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে ধরে গেল আগুন। বিস্ফোরণ ও আগুনে জখম হয়েছেন ৪ জন। শনিবার দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ কুপওয়ারা জেলার মুঘলপোরার ওয়ানি মহল্লায় অবস্থিত গুলাম মহিউদ্দিন ওয়ানির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। রান্নাঘরে বিস্ফোরণের পরই আগুন ধরে যায়।

এই ঘটনায় ৪ জন জখম হয়েছেন। তাঁদের নাম হল-তুফাইল আহমেদ ওয়ানি (১৮), গুলাম মহিউদ্দিন মীর (৬০), নাসিমা বেগম (৪৫) ও গুলাম হাসান ওয়ানি। সকলেই স্থানীয় বাসিন্দা। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল, দমকলের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়। সময়ের মধ্যে আগুন নিভিয়ে যাওয়ায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *