কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে দ্রুত এগিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তৃতীয় রাউন্ডের শেষে ৪ নম্বরে গিয়ে পৌঁছেছে বিজেপি, অনেকটাই পিছিয়ে পড়েছেন বিজেপির কেয়া ঘোষ। বালিগঞ্জে সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে, ৮ হাজার ৬১৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে প্রথম রাউন্ডের গণনা শেষে ২ হাজার ১৭০ ভোটে এগিয়ে ছিলেন বাবুল, দ্বিতীয় রাউন্ড গণনা শেষে বাবু এগিয়ে ছিলেন ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন বাবুল সুপ্রিয়।
শুরু থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। অনেকটাই পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। বালিগঞ্জে চতুর্থ রাউন্ডের গণনা শেষে ৬ হাজার ২৯৫ ভোটে এগিয়ে থাকেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে, ৮ হাজার ৬১৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।
বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জোড়াফুল শিবিরের প্রার্থী বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে। বামেদের প্রার্থী হয়েছে সায়রা শাহ হালিম। আর কংগ্রেসের প্রার্থী জনাব কামরুজ্জমান চৌধুরী। গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে বিধায়ক পদ শূন্য হয়ে পড়ে বালিগঞ্জে।