৭৩ বছরে জীবনাবসান, প্রখ্যাত প্রযোজক-অভিনেত্রী মঞ্জু সিং প্রয়াত

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.): চলচ্চিত্র জগতে ফের খারাপ খবর! প্রয়াত হয়েছেন প্রখ্যাত প্রযোজক ও অভিনেত্রী মঞ্জু সিং। ‘স্বরাজ’, ‘এক কাহানি’ ও ‘শো টাইম’-এর জন্য সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ইন্ডাস্ট্রির সহকর্মীরা তাঁকে দিদি বলেই ডাকতেন। প্রযোজক ও অভিনেত্রীর মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার সকালে, মৃত্যুর দুঃসংবাদ জানা গিয়েছে শনিবার। মঞ্জু সিংয়ের বড় মেয়ে সুপর্ণা এদিন জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাড়িতেই স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর মায়ের।

চলচ্চিত্র নির্মাতা হৃষিকেশ মুখার্জির ১৯৭৯ সালের ক্লাসিক চলচ্চিত্র “গোল মাল”-এও অভিনয় করেছিলেন মঞ্জু সিং, অমল পালেকারের রামপ্রসাদ দশরথপ্রসাদ শর্মার বোন রত্নার ভূমিকায় অভিনয় করেছিলেন মঞ্জু। নিউইয়র্ক থেকে নাতনির আসার জন্য অপেক্ষা করছিল পরিবার, এরপর শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *