নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): ভারতীয় সংবিধানের রূপকার বাবাসাহেব বি আর আম্বেদকরকে তাঁর ১৩২ তম জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করল গোটা দেশ। আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে সংসদ ভবনে বাবাসাহেবের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন একটি টুইট বার্তায় জানিয়েছেন, “আম্বেদকর জয়ন্তীতে বাবাসাহেবের প্রতি বিনম্র শ্রদ্ধা! সামাজিক ন্যায়বিচারের একজন দৃঢ় প্রবক্তা, বাবাসাহেব একজন সাংবিধানিক স্থপতি হিসাবে আধুনিক ভারতের ভিত্তি স্থাপন করেছিলেন। আসুন তাঁর ‘আগেও ভারতীয়, পরেও ভারতীয় এবং শেষেও ভারতীয়’-এর আদর্শ অনুসরণ করি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমাদের ভূমিকা পালন করি।”
আম্বেদকর জয়ন্তীতে টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “জন্মজয়ন্তীতে বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি। ভারতের অগ্রগতিতে তিনি অদম্য অবদান রেখেছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ডঃ বাবাসাহেব আম্বেদকরের ১৩২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৌদ্ধভিক্ষুদের, পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ভিক্ষা প্রদান করেছেন। ডঃ বি আর আম্বেদকরকে আধুনিক ভারতের চালিকা শক্তি বলে উল্লেখ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি টুইট বার্তায় জানিয়েছেন, আম্বেদকরের সমান এবং ন্যায়সঙ্গত সমাজ স্থাপনের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের প্রেরণা জুগিয়ে যাবে।