Cricket : প্রগতি বিদ্যাভবনকে উড়িয়ে দিয়ে বনেদি স্কুল শিশুবিহার শেষচারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। দুর্দান্ত জয় পেয়েছে শিশু বিহার স্কুল। বনেদি স্কুল হিসেবে পরিচিত শিশু বিহার স্কুল কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১১৪ রানের বিশাল ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে প্রগতি বিদ্যাভবন। রসিক একজন ক্রীড়াপ্রেমী বলেই ফেললেন, ‘পড়াশুনায় প্রথম সারির বনেদি স্কুল বলে খ্যাত শিশু বিহারের কাছে হেরে বিদায় নিতে হলো খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নাম প্রগতি বিদ্যাভবনকে’। আজ যেন সেটাই প্রমাণ হয়েছে, পড়াশোনায় প্রথম সারিতে থাকার পাশাপাশি খেলাধুলায়ও যথেষ্ট প্রতিভা লুকিয়ে রয়েছে বনেদি স্কুল শিশু বিহারে।

উল্লেখ্য, সকাল ন’টায় পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি বিদ্যাভবন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শিশু বিহার স্কুলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। শুভদীপ এবং সপ্তজিতের জোড়া শতরানে সমৃদ্ধ হয়ে ওঠে শিশু বিহার স্কুলের স্কোরকার্ড। নির্ধারিত ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে শিশু বিহার স্কুল ২৮৭ রানের বড় স্কোর দাঁড় করায়। ওপেনার শুভদীপ দাস ১২০ বল খেলে দশটি বাউন্ডারি সহযোগে শতরান পায়। অধিনায়ক সপ্তজিৎ দাস ৭০ বল খেলে ১২টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১০ রান সংগ্রহ করে দলীয় স্কোর অনেকটা স্ফীত করে তোলে। জয়জিৎ সাহা পেয়েছে ২৭ রান। প্রগতি বিদ্যাভবনের বোলার রতন মালাকার, সুরজ সোম ও হৃদয় দেবনাথ প্রত্যেকে পেয়েছে একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রগতি বিদ্যাভবন শুরুতে কিছুটা ব্যাটিং নৈপুণ্যের পরিচয় দিলেও মিডল ও টেল এন্ডার ব্যাটার্সরা তেমন সাফল্য পায়নি বলে শেষরক্ষা সম্ভব হয়নি। ৩৯.৩ ওভার খেলে ১৭৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ওপেনার হৃদয় দেবনাথ ৪৮ এবং অধিনায়ক সম্রাট দাস ৪৫ রান এবং উজ্জ্বল দাস ২৩ রান সংগ্রহ করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। শিশু বিহার স্কুলের বোলার সাগ্নিক দত্ত ২৬ রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নেয়। তাছাড়া, ধ্রুব কান্তি দেব পেয়েছে দুটি উইকেট। দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে সপ্তজিৎ-কে ম্যান অব দ্য ম্যাচের খেতাবও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *